Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওভালে একাধিক নজিরের সামনে শুভমন, লিখতে পারেন নতুন ইতিহাস!

ওভালে একাধিক নজিরের সামনে শুভমন, লিখতে পারেন নতুন ইতিহাস!


Gill


ওভাল টেস্টে শুভমন গিলের সামনে রয়েছে ১৩টি রেকর্ড গড়ার সুযোগ। ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে থাকা ভারত অধিনায়ক ব্যাটার ও অধিনায়ক – দুই ভূমিকাতেই গড়তে পারেন নজির।

১ রান করলেই গ্যারি সোবার্সের ৫৯ বছরের পুরনো রেকর্ড ভাঙবেন – সেনা দেশের মাটিতে সফরকারী অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান।

১১ রান করলেই ভারতের অধিনায়ক হিসাবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক হবেন (গাওস্করের ৭৩২ ছাড়িয়ে)।

৩১ রান করলেই ভারত-ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ রানকারী হবেন (গ্রাহাম গুচের রেকর্ড ভাঙবেন)।

৫৩ রান করলেই এক সিরিজে সর্বোচ্চ ভারতীয় রানস্কোরার হবেন (গাওস্কর, ৭৭৪)।

৭৮ রান করলেই এশিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে এক সিরিজে ৮০০ রান।

৮৯ রান করলেই ব্র্যাডম্যানের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান (৮১০ রান) রেকর্ড ভাঙা এবং অভিষেক সিরিজে সর্বোচ্চ রান করার নজির ছোঁয়া।

১টি শতরান করলে পাঁচটি সেঞ্চুরির রেকর্ড গড়বেন। সাথে ভারতের প্রথম ও বিশ্বের একমাত্র অধিনায়ক হবেন যিনি এক সিরিজে পাঁচটি শতরান করেছেন (বিশ্বরেকর্ড)। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের এই মাঠে টেস্ট শতরান করবেন তিনি। শুভমনের সামনে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক সিরিজ়ে পাঁচটি শতরান করার সুযোগ রয়েছে।

১৭৮ রান করলে এক সিরিজে ৯০০ রানে পৌঁছানো, বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে।

২৫৩ রান করলে ব্র্যাডম্যানের সর্বোচ্চ সিরিজ রান (৯৭৪) ভেঙে বিশ্বরেকর্ড।

ওভাল টেস্টে শুভমন গিলের ব্যাট যদি আগুন ঝরায়, তবে ইতিহাস নতুন করে লেখা হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code