Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary Teacher Recruitment: বড় বদল! প্রাথমিকে পাঁচ গুন গুরুত্ব বাড়ছে চলেছে টেটের!

Primary Teacher Recruitment: বড় বদল! প্রাথমিকে পাঁচ গুন গুরুত্ব বাড়ছে চলেছে টেটের! 

tet



শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা TET-এর গুরুত্ব বাড়লো প্রাথমিকে। সম্প্রতি সামনে আসা নিয়োগ বিধির খসড়ায় নিয়োগের মানদণ্ডে আমূল পরিবর্তন আসছে। কিছুদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর। তবে তার আগে খসড়া বিধি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এতদিন টেটের জন্য বরাদ্দ ছিল ৫ নম্বর এবার তা বেড়ে হচ্ছে ২৫ অর্থাৎ এক ধাক্কায় টেটের গুরুত্ব বাড়ছে পাঁচ গুন। অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতার নিরিখে যে নম্বর ছিল তা কমানো হয়েছে। আগে উচ্চমাধ্যমিকে ছিল ১০ নম্বর এখন তা কমিয়ে করা হয়েছে ৫। বাদ গেছে এক্সট্রা কারিকুলার।

এই নতুন খসড়া বিধি চূড়ান্ত হলে, TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের পথ অনেকটাই পরিষ্কার হবে এবং মেধার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code