Latest News

6/recent/ticker-posts

Ad Code

সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত হল কোয়েল পুরকাইত

সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত হল কোয়েল পুরকাইত

Koyel


সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত হল কাকদ্বীপের বাসিন্দা কোয়েল পুরকাইত।তাঁকে সারা বাংলার বেস্ট ড্রইং আর্টিস্টের জন্য পুরস্কারটি দেওয়া হয়।কোয়েল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা।কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত ফুড কর্পোরেশনের অফ ইন্ডিয়াতে কাজ করে।মা মিঠু পুরকাইত গৃহকর্মী।


কোয়েল বর্তমানে কলকাতায় ইন্সটিটিউট ওফ ম্যানেজম্যান স্টাডিতে পরাশোনা করে।কোয়েলের পরিবারের কথায় কোয়েল বয়স যখন তিন তখন থেকেই কোয়েল ছবি আঁকা শেখে। কোয়েলের লক্ষ ফিল্ম মেকার হওয়া। পাশাপাশি ছবি আঁকা নিয়ে এগোতে চায় কোয়েল।এর আগে কোয়েল ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পাশাপাশি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে।এইসব রেকর্ডের ওপর ভিত্তি করে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারের পুরস্কৃত করা হয়।


কোয়েল বলে আমাকে বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ।আমি পুরস্কারটি পেয়ে খুব খুশি।আমি আগামীতে ছবি আঁকা নিয়ে এগোতে চাই।কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত বলেন আমি বাবা হিসাবে খুব খুশি।আমি আমার মেয়ের জন্য গর্বিত।কোয়েল ছোটো বেলা থেকে ছবি আকেঁ।ওর ছবি আঁকাতে খুব আগ্রহ।অঙ্কন শিক্ষক দেবরাজ বেরা অনেক যত্ন করে কোয়েলকে আঁকা শিখিয়েছে।ধন্যবাদ জানাই অঙ্কন শিক্ষক দেবরাজ বেরাকে।কোয়েল এই পুরস্কারটি পাওয়ায় খুশি অঙ্কন শিক্ষক দেবরাজ বেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code