Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশ্য রাস্তায় তরুণীকে চড় তৃণমূল কাউন্সিলরের! পাল্টা মার তরুণীরও, ভাইরাল ভিডিও

প্রকাশ্য রাস্তায় তরুণীকে চড় তৃণমূল কাউন্সিলরের! পাল্টা মার তরুণীরও, ভাইরাল ভিডিও

Viral video


প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরের দিদিগিরির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, প্রকাশ্য রাস্তায় এক স্কুটি চালক তরুণীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে সপাটে চড় মারলেন। তারপর বেশ কিছুক্ষন রাস্তার মাঝখানে দুপক্ষের মধ্যে একে অপরের চুল ধরে টানাটানি থেকে শুরু করে মারধর করা হয়। স্কুটির চালক মহিলাটি মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি কাউন্সিলরের। এমনই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর এই ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভিডিও সত্যতা বিচার করেনি সংবাদ একলব্য।

ঘটনাটি ঘটে মহোৎসবতলা ঘাট এলাকায়। সেইসময় স্কুটিতে একজন আরোহীকে সঙ্গে নিয়ে ওই তরুণী যাচ্ছিলেন। রাস্তার মধ্যে স্কুটির চালক তরুণীর সঙ্গে প্রথমে বচসা বাঁধে পানিহাটির কাউন্সিলরের। অভিযোগ, এরপরেই দেখতে দেখতে মারমুখী হয়ে ওঠেন ওই তৃণমূল কাউন্সিলর। এরপরেই প্রকাশ্য রাস্তায়, ওই তরুণীকে কথা কাটাকাটির মধ্যেই সপাটে চড় মারেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। যদিও ঘটনার আকস্মিকতা কাটিয়ে জবাবে পাল্টা মার তরুণীরও।

রাস্তায় দুজনের সংঘর্ষ চলতে থাকে। চলে চুলোচুলি। অভিযোগ পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ন্যায় ছিলেন। যদিও এরপর খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে থামান। যদিও ভিডিওর সত্যতা বিচার করেনি আমরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code