বাংলাদেশীদের হাতে সীমান্তে অপহৃত শীতলকুচির উকিল বর্মনের বাড়িতে গেলেন তৃণমূল নেতা রবি ঘোষ
বাংলাদেশীদের হাতে সীমান্তে অপহৃত শীতলকুচির ভারতীয় নাগরিক উকিল বর্মনের বাড়িতে গেলেন কোচবিহার জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন রবীন্দ্রনাথ ঘোষ এর সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কৃষাণ খেতমজুর নেতা খোকন মিয়া সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন উকিল বর্মনের স্ত্রী এবং তার পরিবারের লোকের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি স্থানীয় বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথেও কথা বলেন রবীন্দ্রনাথ ঘোষ।
পাশাপাশি তিনি জানান যতদিন না পর্যন্ত উকিল বর্মন দেশে ফিরে আসছে ততদিন পর্যন্ত তার পরিবারের পাশে তারা থাকবেন। একই সাথে বিএসএফের বিরুদ্ধেও ক্ষোভ উপরে দেন প্রাক্তন এই মন্ত্রী। রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিএসএফ তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না বিএসএফ যদি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতো তাহলে বাংলাদেশীরা ভারতীয় কৃষককে এভাবে অপহরণ করে নিয়ে যেতে পারত না।
প্রসঙ্গত দিন কয়েক আগে ভারত বাংলাদেশ সীমান্তের শীতলকুচি এলাকায় কাঁটাতারের ভিতর ভারতীয় ভূখণ্ডে নিজের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশী দুষ্কৃতীদের হাতে অপহৃত হন শীতলকুচির উকিল বর্মন। পরবর্তীতে বিএসএফের তরফ থেকে উকিল বর্মনকে ফেরানোর জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয় বিএসএফ। বাংলাদেশের আদালতে উকিল বর্মনকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাকে জেল হেফাজতে দেওয়া হয়।
উকিল বর্মনের বাড়িতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ জনপ্রতিনিধিরা গিয়েছেন। সকলেই পরিবারের পাশে থাকার এবং উকিল বর্মনকে দ্রুত ফেরানোর আশ্বাস দিয়ে যাচ্ছেন। এমনকি বিএসএফের তরফ থেকেও বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল দ্রুত উকিল বর্মন ফিরবে। কিন্তু এখনো বাংলাদেশের জেল থেকে নিজ ঘরে নিজ ভূখণ্ডে ফেরেনি শীতলকুচির উকিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊