টোটো চালকের ছেলের সাফল্যে খুশির হাওয়া

Happiness on the success of Toto driver's son


টোটো চালকের ছেলের সাফল্যে খুশি জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার টোটো চালকরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনির বাসিন্দা পেশায় টোটো চালক বিপ্লব ঘোষের ছেলে কৌশিক ঘোষ এবার জলপাইগুড়ি জেলায় মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। প্রতিদিন বাড়ির সামনের মুদির দোকানেও বসত কৌশিক। শহরের সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৌশিক এবছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৪ নম্বর পেয়েছে।

নিত্যদিন অভাবকে সঙ্গি করেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে কৌশিককে। টোটো চালক বাবা বিপ্লব ঘোষকে প্রতিদিন করতে হয় হাড়ভাঙ্গা পরিশ্রম। আগামীদিনে ডাক্তার হবার স্বপ্ন দেখছে কৌশিক। কৌশিকের এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাতে কোনো সমস্যা না হয় সেই অঙ্গীকার নিয়ে তার পাশে দাঁড়াতে রবিবার সকালে কৌশিকের বাড়িতে উপস্থিত হন সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। ছিলেন সম্পাদক শুভাশিস সরকার, দুলাল রায়, নারায়ণ কুন্ডু, সুবরণ সরকার, মৃণাল রায়, পরেশ রায় প্রমুখ।

কৌশিকের আগামী দিনের চলার পথ যাতে আরো উজ্জ্বল হয় এবং তার আরো সাফল্য কামনা করেছেন ই রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার, যেকোনো সমস্যায় কৌশিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে বলে জানান কৌশিক। মাত্র ২ নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ার আক্ষেপ রয়েছে কৌশিকের। কৌশিকের এই সাফল্যে খুশি তার মা এবং গোটা পরিবার, এলাকার মানুষ।