দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারধরের ঘটনায় আবারো উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ

Dinhata College


দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারধরের ঘটনায় আবারো উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ। এই নিয়ে সপ্তাহে দ্বিতীয়বার। পরপর দুই দিন দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত দিনহাটা কলেজ। জানা গিয়েছে আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ দিনহাটা কলেজ ক্যান্টিনে কলেজে দুইগোষ্ঠীর ছাত্রদের মধ্যে এই মারপিটের ঘটনা ঘটে। তবে মারপিটের ঘটনা নিয়ে কোন পক্ষের ছাত্ররা মুখ খুলতে না চাইলেও দিনহাটা কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুল আউয়াল বলেন এই নিয়ে পরপর দুইদিন দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠল। 


তিনি আরো জানান মারপিটের খবর পাওয়া মাত্র কলেজের তরফ থেকে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং প্রশাসন যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় সে ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। একই সাথে গন্ডগোলের জেরে বারবার যে দিনহাটা কলেজের শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পঠন-পাঠনসহ সাধারণ ছাত্র ছাত্রীদের কলেজে আসার ক্ষেত্রে তা প্রভাব ফেলছে এ কথাও স্বীকার করেন অধ্যক্ষ। 


অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে প্রায় চারজন গন্ডগোলকারীকে আটক করেছে। ঘটনার জেরে থমথমে পরিবেশ কলেজ ক্যাম্পাস জুড়ে।




প্রসঙ্গত তিন দিন আগে দিনহাটা কলেজে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় তৃতীয় সেমিস্টারের একজন ছাত্র গুরুতর আহত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এবং সেই ঘটনায়ও পুলিশ কয়েকজন ছাত্রকে আটক করে। আর তারপরে ফের আজকের এই ঘটনা।