পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। বুধবার নয়া সংযোজন আকাশপথ। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত। পাক সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে পাকিস্তান। এ বার পাল্টা পদক্ষেপ করল নয়াদিল্লিও।
বুধবার নোটিশ টু এয়ার মিশন জারি করে জানানো হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।”
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর পাকিস্তান এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়ে চলেছে ক্রমশ। এই ঘটনার জেরে একাধিক কড়া পদক্ষেপ নিয়ে ভারত। এরপর পাল্টা দেয় পাকিস্তান। পাকিস্তান ভারতের জন্য তাঁদের আকাশসীমা বন্ধের নির্দেশ দেয়। এরপর পাল্টা দিলো ভারত। এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊