মোদির সভায় গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের ৩ বিজেপি সমর্থক, শোকের ছায়া গ্রামজুড়ে
নিজস্ব প্রতিনিধি, তাহেরপুর: খুশির মেজাজে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে শ্মশানের নীরবতা নেমে এল মুর্শিদাবাদের বড়ঞা এলাকায়। শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) ভোরে নদিয়ার তাহেরপুর স্টেশনের কাছে রেললাইনের ধারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মুর্শিদাবাদের তিন বিজেপি সমর্থকের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গ্রামজুড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সাবলদহা ও পার্শ্ববর্তী মাসাদ্দা গ্রাম থেকে প্রায় ৪০ জনের একটি দল শুক্রবার রাতে বাসে করে নদিয়ার তাহেরপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে। শনিবার ভোরে তাহেরপুর স্টেশনের কাছে রেললাইনের ধারেই তাঁরা প্রাতঃকৃত্য সারছিলেন। সেই সময় কুয়াশাচ্ছন্ন সকালে আচমকা লাইনে ট্রেন চলে আসায় তাঁরা বিপাকে পড়েন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরও একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তালিকায় মৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে:
- রামপ্রসাদ ঘোষ (৭২): বাসিন্দা সাবলদহা, বড়ঞা।
- মুক্তিপদ সুত্রধর (৬৩): বাসিন্দা সাবলদহা, বড়ঞা।
- বৈরব ঘোষ (৪৭): বাসিন্দা মাসাদ্দা।
যদিও কিছু সূত্র দাবি করছে মৃতের সংখ্যা ৪, তবে প্রশাসনিকভাবে এই তিনজনের মৃত্যুর খবরই নিশ্চিত করা হয়েছে। আহত এক ব্যক্তির চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে।
খবর পৌঁছানো মাত্রই মুর্শিদাবাদের সাবলদহা গ্রামে কান্নার রোল পড়ে যায়। এলাকার দীর্ঘদিনের পরিচিত ও সক্রিয় এই তিন ব্যক্তির এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী বা বর্ষীয়ান সদস্যদের হারিয়ে দিশেহারা পরিজনেরা।
ঘটনার খবর পাওয়ামাত্রই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সভার আগে এই মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিহতদের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং দলগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, রেল পুলিশের (GRP) পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইনের ধারে অসতর্কভাবে চলাফেরার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকাও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊