জগন্নাথধামে সস্ত্রীক দিলীপ ঘোষ, গল্পগুজব মমতার সঙ্গে, ঘুরেও দেখলেন মন্দির 

Dilip Ghosh


রাজ্য সরকারের আমন্ত্রণকে ‘সম্মান’ জানিয়ে দিঘার জগন্নাথধামে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জগন্নাথ ধামে পৌঁছাতেই এক বিরল রাজনৈতিক সৌজন্যের ছবি ধরা পড়লো। মন্দির চত্বরে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর মন্দির দর্শন শেষ হওয়ার পর পাশাপাশি বসে গল্পগুজব করতে দেখা গেল মুখ্যমন্ত্রী এবং দিলীপকে।

জগন্নাথধাম উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে বুধবারই কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কাঁথি পেরিয়েই দিঘায় রাজ্য সরকারের আমন্ত্রণকে ‘সম্মান’ জানিয়ে পৌঁছে গেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপকে দেখে কার্যতই শোরগোল পড়ে যায় জগন্নাথ মন্দির চত্বরে। পুলিশি প্রহরায় দিলীপ যখন মন্দিরে ঢুকছেন, চারিদিকে তখন হইচই শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে দিলীপ ও রিঙ্কুকে স্বাগত জানাতে এগিয়ে যান কুণাল, অরূপ। সবুজ গালিচার উপর দিয়ে হেঁটে মন্দিরে ঢোকেন দিলীপ ও রিঙ্কু। অনুরাগীরে উদ্দেশে হাতও নাড়েন দিলীপ, হাত মেলান উপস্থিত অনেকের সঙ্গে।


ভিড় ঠেলে মন্দিরে ঢোকেন দিলীপ। গর্ভগৃহে প্রবেশ করে পুজো, প্রার্থনা সারেন দিলীপ ও রিঙ্কু। ঘটনাচক্রে, দিলীপ মন্দিরে ঢোকার কয়েক মিনিট আগেই ফের মন্দিরে ঢোকেন মমতা। রাজ্য রাজনীতির এক বিরল ছবি ধরা পড়ে সেখানে। পাশাপাশি বসে থাকতে দেখা যায় মমতা, দিলীপ এবং রিঙ্কুকে। হাসিমুখে খোশগল্পও করতে দেখাও যায় তাঁদের। অথচ এই দিলীপই একসময় মমতাকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন, কখনও কখনও তা মাত্রাও ছাড়িয়েছে। তাই চোখের সামনে যা দেখছেন, তা বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই।

কাঁথিতে কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। আর সেই সময়ই স্ত্রীকে নিয়ে উলুবেড়িয়ে থেকে সরাসরি দিঘার জগন্নাথধামে হাজির হন তিনি। গেলেন না শুভেন্দুর কর্মসূচি। যদিও গতকালকেই তিনি জানিয়েছিলেন রাজ্যের আমন্ত্রণ পেয়েছেন সময় পেলে যাবেন। তবে কাঁথিতে কেউ আমন্ত্রণ জানায়নি বলেই জানিয়েছিলেন।