Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহানন্দা নদীর জল কমতেই ফুলবাড়িতে মাছ ধরার হিড়িক

মহানন্দা নদীর জল কমতেই ফুলবাড়িতে মাছ ধরার হিড়িক

Fishing boom in Phulbari as Mahananda River water recedes


আজ সকাল থেকেই মহানন্দা নদীর জলের স্তর হঠাৎ করে কমে যাওয়ায় ফুলবাড়িতে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। নদীর জল কমে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার মানুষ নেমে পড়েন মাছ ধরতে। ফুলবাড়ি সংলগ্ন বড়পথু, দারাবক্স সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় করেন নদীর তীরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে ১০ থেকে ২০ কেজি পর্যন্ত মাছ ধরেছেন। ধরা পড়া মাছের মধ্যে ছিল আমেরিকান রুই সহ নানা জাতের মাছ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ছুটে আসেন এই আকস্মিক মাছ ধরার উৎসবে যোগ দিতে।

স্থানীয়দের মতে, এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে, তবে আজকের মতো এত বড় আকারে বহুদিন দেখা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code