Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইসিকে হুমকি অনুব্রতর, প্রতিবাদে এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

আইসিকে হুমকি অনুব্রতর, প্রতিবাদে এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি 

birbhum news


শুক্রবার বিজেপির পক্ষ থেকে সিউড়ী এসপি অফিসের সামনে বিক্ষোভ। আর বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। বোলপুর থানার আইসি ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি যেভাবে অনুব্রত মণ্ডল নোংরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তারই প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানায় বিজেপি।

সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তি আর ব্যক্তিকে হুমকি দিচ্ছে যদিও সংবাদ একলব্য অডিও এর সত্যতা বিচার করেনি। অভিযোগ, ওই কথোপকথন অনুব্রত এবং বোলপুর থানার আইসি লিটনের। আইসি-কে গালিগালাজ করছিলেন বীরভূমের তৃণমূল নেতা। অডিয়ো ক্লিপে শোনা যায়, আইসি-র স্ত্রী এবং মায়ের নামেও গালিগালাজ করা হচ্ছে। এই অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা দাবি তোলে অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে কারণে জানান নারী জাতির অসম্মান সহ্য করবো না । তার সাথে সাথে পুলিশকে চরম হুঁশিয়ারি দেন তিনি। উপযুক্ত ব্যবস্থা না নিলে ঘুঘু দেখিয়ে ছাড়বে বলে হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতির । অনুব্রত এতদিন ওয়াই ক্যটাগরির নিরাপত্তা পেতো । বোলপুর আইসিকে গালিগালাজের অভিযোগে তাঁর নিরাপত্তার বহর কমানো হয়েছে। বিএনসি আইনের ২২৪, ১৩২,৩৫১ ও ৭৫ এই চারটি ধারায় কেষ্টর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code