বিশাল সমাবেশ দিনহাটায়, SDO-কে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে স্মারকলিপি 

Waqf law


দিনহাটায় নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সমাবেশ। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে উত্তরবঙ্গ মুসলিম উম্মাহ ঐক্য মঞ্চের ডাকে দিনহাটায় ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হলো আজ। এদিন দুপুর ২টায় দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নেন। 


সমাবেশে বক্তারা আইনটিকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক আখ্যায়িত করে এর প্রত্যাহার দাবি করেন । উত্তরবঙ্গ মুসলিম উম্মাহ ঐক্য মঞ্চের নেতৃত্বে দিনহাটা শহরের কেন্দ্রীয় স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বক্তারা ওয়াকফ আইনকে "মুসলিমদের ধর্মীয় ও সম্পত্তি অধিকারের উপর হস্তক্ষেপ" বলে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের প্রতি কঠোর ভাষায় প্রতিবাদ জানান । 


সমাবেশ শেষে প্রতিবাদীরা দিনহাটা মহকুমাশাসকের অফিসে একটি স্মারকলিপি জমা দেন। এতে তারা আইনটি বাতিলের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন । 


প্রসঙ্গত সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে‌। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয়েছে। যদিও প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করেছিল বিরোধী দলগুলি। কিন্তু রাজ্যসভা ও লোকসভায় পাস হয়ে আইন হওয়ার এবার এই সংশোধনী আইন বাতিলের দাবি দিকে দিকে উত্তাল হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। আর এই আন্দোলন যে খুব শীঘ্রই বৃহৎ আকার ধারণ করছে তা স্পষ্ট।