Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Case: যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ কবে ?

SSC Case: যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ কবে ? কি আশ্বাস SSC-র?

ssc case


আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। দীর্ঘ আড়াই ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীরা জানান, এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছে।

চাকরিহারাদের এক প্রতিনিধি জানান, "আমাদের আলোচনা হয়েছে। দুটো পার্টে আলোচনা হয়েছে। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে। আর একটা আইনি বিষয় নিয়ে। আমরা বলেছিলাম, যোগ্য-অযোগ্য তালিকা সার্টিফাই করে পাবলিশ করতে হবে। এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য-অযোগ্য তালিকার ইতিমধ্যে তৈরি করতে শুরু করে দিয়েছে। পরের রবিবারের মধ্যে হয়ত হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার। সম্ভবত ২১ তারিখ।"

তিনি আরও বলেন, "২২ লক্ষ যে মোট পরীক্ষার্থী ছিলেন, তাঁদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। ওঁরা বলেছেন, সেটা তো আছে। আইনি পরামর্শ নেবেন। যদি ওঁরা পজিটিভ বার্তা দেন যে কোনও অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। যেটা আমরা বলেছিলাম, মিরর ইমেজ। যেটা ওঁরা জানালেন, মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন, সেটা অ্যাকর্ডিং টু সিবিআই। মানে, সাবমিটেড বাই সিবিআই। সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা মনে হয় তাহলে সেটা ওঁরা দেবেন। এই তিনটে দাবি আমাদের ছিল। এই তিনটের উত্তর ওঁরা দিয়েছেন। আর আইনি পরামর্শের ক্ষেত্রে, রিভিউ বা কিউরেটিভ যাই হোক...প্রথমে তো রিভিউ হবে, রিভিউয়ে যাওয়ার আগে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন। একসঙ্গে বসে। সেটায় ওঁরা রাজি হয়েছেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code