শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে চাকরি হারালেন ৯ জন, কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকরা

Sitalkuchi


সুপ্রিম কোর্টের রায়ের জেরে চাকরি হারালেন শীতল খুচি গোপীনাথ হাই স্কুলের ৯ জন কর্মী, যাঁদের মধ্যে দু'জন নন-টিচিং স্টাফ। আদালতের নির্দেশ শোনার পরই কান্নায় ভেঙে পড়েন দুই শিক্ষক।



বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা চলছিল। যথারীতি উপস্থিত ছিলেন সেই দুই শিক্ষকও। কিন্তু আচমকাই যখন তাঁদের কাছে চাকরি হারানোর খবর আসে, তখন যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আবেগ সামলাতে না পেরে পরীক্ষার দ্বিতীয়ার্ধ না নিয়েই তাঁরা বেরিয়ে যান স্কুল থেকে।



এদিকে খবর ছড়িয়ে পড়তেই স্কুলের বাইরে শুরু হয় গুঞ্জন। গুজব রটে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে। তবে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বণিক এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেন, “পরীক্ষা বন্ধ হয়নি, স্বাভাবিকভাবেই চলছে।”



চাকরি হারানো ৯ জনের বিষয়ে তিনি জানান, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো চিঠি আসেনি, তবে বেসরকারিভাবে জানা গেছে, তাঁদের স্কুলের সাতজন শিক্ষক ও দু'জন নন-টিচিং স্টাফের চাকরি গিয়েছে। প্রধান শিক্ষকের উদ্বেগ, “আমাদের স্কুলে প্রায় ৩৩০০ পড়ুয়া রয়েছে। যদি সাতজন শিক্ষক চলে যান, তাহলে অবশ্যই পড়াশোনার উপর প্রভাব পড়বে।”



এখন প্রশ্ন একটাই—চাকরি হারানো এই শিক্ষকদের ভবিষ্যৎ কী? এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কতটা বজায় থাকবে? এই দুশ্চিন্তাই ঘিরে রেখেছে গোটা বিদ্যালয় চত্বরকে।