বঞ্চিত এবং‌ যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার, ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আর কি বললেন ব্রাত্য?

Bratya basu


25 হাজার 752 জন চাকরি হারাদের ভবিষ্যৎ কী হবে সেই দায় কার্যত এড়িয়ে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি জানালেন কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে যা বলার বলে দিয়েছেন, এর পর আমার এই বিষয় কিছু বলার থাকে না । SSC তার নিয়ম অনুযায়ী কাজ করবে। আইনি পদ্ধতিতে যা করা যায় সেটাই করবে।

এখন স্কুলে কি সেই শিক্ষকরা যাবেন, সেই বিষয় ও কার্যত দায় সারা কথা শিক্ষামন্ত্রীর, এই বিষয় আমি কিছু জানি না। যোগ্য দের পাশে আমরা মানবিক ও রাজনৈতিক ভাবে পাশে আছি।

ব্রাত্য বলেন, “আমার দায়িত্ব থেকে বলতে পারি, বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, মানবিক ও রাজনৈতিক ভাবে তাঁদের পাশে থাকব।” আপনারা যেটা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে, এক দলের ফেরত দেওয়া হবে না, এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন। এটা এসএসসির তথ্যের উপর বলছেন। আপনারা যে বলছেন, এসএসসি যোগ্য-অযোগ্য ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন, কোর্ট সম্পূর্ণত সন্তুষ্ট হয়নি।”