'হত্যাকারীদেরই নয়, পিছন থেকে যারা ষড়যন্ত্র করেছে, তাদেরও জবাব দেওয়া হবে'-রাজনাথ সিং

Rajnath Singha


পহেলগাঁওয়ের হত্যালীলার পর কোন পথে এগোবে দেশের তিন বাহিনী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বুধবার বৈঠক সাড়লেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও। বৈঠকের পরে রাজনাথ এক বিবৃতিতে জানান, যাঁরা হত্যাকারীদেরই নয়, পিছন থেকে যারা ষড়যন্ত্র করেছে, তাদেরও জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিবৃতিতে জানান, “আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার অপরাধীদেরই নয়, পর্দার আড়ালে থেকে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করব। আমি দেশবাসীকে আশ্বস করতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা শীঘ্রই এর জোরালো এবং স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে।”

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। ওই হামলাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত ২৫ জনের। যার মধ্যে এক জন পাটুলির বাসিন্দা বিতান। ইতিমধ্যে এই জঙ্গি হামলা নিয়ে সারা দেশজুড়ে কথা শুরু হয়েছে।

পহেলগাঁওয়ের ঘটনার থেকে ইতিমধ্যে নিজেদের দূরত্ব তৈরি করতে শুরু করেছে পাকিস্তান। সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, “পহেলগাঁও হামলায় আমাদের কোনও হাত নেই।”