'পুরীর বদলে এবার দিঘাতে আসবে মানুষ, ইতিমধ্যে ঢল নেমেছে'- তমলুকের TMC সম্পাদক

Medinipur


পূর্ব মেদিনীপুর:

আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জগন্নাথ ধাম বলতে পুরীতেই যেতেন। পুরীতে বেশিরভাগ বাঙালিরাই জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিঘাতে পুরীর আদলে যে মন্দির তৈরি করেছেন, তা দেখার জন্য মানুষের ঢল নেমে গেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে।

তিনি জানিয়েছেন, মন্দির তৈরি হয়ে যাওয়ার পর পর্যটকদের সংখ্যা আরও বেড়েছে। ফলে অনন্য একটা রূপ ধারণ করবে এই দীঘা শহর। ফলে, যেমন দীঘার পর্যটন কেন্দ্র ভালো চলবে, তেমনি হোটেলও ভালো চলবে, সব মিলিয়ে দিঘার অর্থনৈতিক অবস্থা আরও উন্নত থেকে উন্নততর হবে। প্রচুর কর্মসংস্থান হবে।

তিনি আরো বলেন, পশ্চিমবাংলার মানুষ পুরি ছেড়ে দীঘায় জগন্নাথ মন্দিরে আসবেন। এবং অন্যান্য রাজ্য থেকেও মানুষের ঢল নামবে। ফলে নিশ্চিতভাবে দীঘা একটি আলাদা মাত্রা পাবে বলে দাবি করেন তৃণমূল নেতা প্রদীপ কুমার দে।