পেহেলগাঁও এ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটক বিতানের 
Bitan


রক্তাক্ত কাশ্মীর, পেহেলগাঁও এ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের। মৃতের নাম বিতান অধিকারী। বিতান অধিকারী কলকাতার পাটুলির বাসিন্দা। ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত ৮ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর মিলেছে তার। আগামী ২৪ এপ্রিল তাঁদের ফিরে আসবার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় গুলিতে প্রাণ গিয়েছে বিতানের। তাঁর স্ত্রী-পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত ২৫ জনের। যার মধ্যে এক জন পাটুলির বাসিন্দা বিতান। বিতানের বয়স ৪০ বছর। কর্মসূত্রে থাকতেন ফ্লরিডায়। বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রী সোহিনীও থাকেন সেখানে। গত ৮ এপ্রিল তাঁরা তিন বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন। গত ১৬ এপ্রিল তিন জনে জম্মু-কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। কলকাতায় ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার। কিন্তু মঙ্গলবার বাড়িতে এল দুঃসংবাদ।

মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘‘জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। নিহতদের মধ্যে একজন বিতান অধিকারী এই বাংলারই বাসিন্দা। আমি তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। যদিও এই শোকের মুহূর্তে তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, আমার সরকার তাঁর স্বামীর দেহ কলকাতার বাড়িতে ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ করছে।’’