চাকরিহারাদের আবেদন স্কুলে যান, 'ভলান্টারি সার্ভিস দিন' বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 
Mamata banerjee

শিক্ষকদের কাছে চাকরি বরখাস্তের কোনও নোটিশ তো পৌঁছয়নি, তাই তাঁরা চাকরি করে যেতেই পারেন। 'ভলান্টারি সার্ভিস দিন' বললেন মুখ্যমন্ত্রী। নাম না করেই বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, 'শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে'। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না।



নেতাজী ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস সুপ্রিমকোর্ট চাকরি না ফেরালে ও সরকার যোগ্যদের বিকল্প ব্যবস্থা করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) জানিয়ে দিলেন, এবার যোগ্য শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আইনি পথে এগোবে রাজ্য । আর তার জন্য আইনি সহায়তা দেবে রাজ্যই। রাজ্য সরকার যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবে।



মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি। তাঁর আবেদন, শিক্ষকরা স্কুলে যান। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব'। তিনি দাবি করেন, 'সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের হাতে তুলে দিক'



মুখ্যমন্ত্রীর আশ্বাস, সরকার ২ মাসের মধ্যেই কিছু বিকল্প ব্যবস্থা করে দেবে। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না, বারবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর আবেদন সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। কার অযোগ্য ব্যাখ্যা দিক।