Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপ্রিমকোর্ট চাকরি না ফেরালেও যোগ্যদের চাকরির বিকল্প ব্যবস্থা করে দেব: মমতা বন্দ্যোপাধ্যায়

সুপ্রিমকোর্ট চাকরি না ফেরালেও যোগ্যদের চাকরির বিকল্প ব্যবস্থা করে দেব: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata banerjee



সুপ্রিমকোর্ট চাকরি না ফেরালে ও যোগ্যদের চাকরির বিকল্প ব্যবস্থা করে দেব, এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁরা চাকরি হারিয়েছেন, এসএসসির সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে চাকরি হারা যোগ্যদের বড় আশ্বাস মমতার।

দুমাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। ব্যাখ্যা দিক। শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারও নেই।’’ মমতা আরও বলেন, ‘‘যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।’’

জানিয়েছেন, কারও চাকরি যাবে না। আগে রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি নেতিবাচক উত্তর মেলে, সে ক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে। যত দিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন, তত দিন স্কুলে গিয়ে চাকরিহারাদের স্বেচ্ছা পরিষেবা (ভলান্টারি সার্ভিস) দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।

তিনি আরোও বলেন, ‘‘আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক। তার পর যাদের ‘অযোগ্য’ বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি দেখব। আবার আপনাদের ডাকব। সত্যি যদি তাঁরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে। আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলব। সকলে নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যের মধ্যে গোলমাল লাগাবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন।’’
চাকরি হারাদের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

চাকরি হারাদের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by Sangbad Ekalavya on Monday, April 7, 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code