ফের রেল দুর্ঘটনা! দুই ট্রেনের সংঘর্ষে দুমড়ে মুছড়ে যায় ইঞ্জিন, মৃত ২

Rail Accident


ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে দুই মালগাড়ির সংঘর্ষে দুমড়ে মুছড়ে গেল দুই ট্রেনের ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারহাইটে লাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। ভোর ৪টে নাগাদ সেই লাইন ধরেই ছুটে আসে ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাওয়া কয়লাবোঝাই একটি মালগাড়ি। দুই মালগাড়ির সংঘর্ষে ছিটকে যায় কামড়া গুলি ধরে আগুন।

দুর্ঘটনায় দু’টি মালগাড়ির চালকই মারা গিয়েছেন। একটি দেহ উদ্ধার করা গেলেও, আর একটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। এই ঘটনায় রেলকর্মী ও সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেলের পদস্থ আধিকারিকেরা।

জানা যায় যে ট্র্যাকে এই দুর্ঘটনা সেই ট্র্যাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দু-তিন দিন সেই ট্র্যাকে মালগাড়ি চলাচল বন্ধ থাকতে পারে। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহাইটে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪ জন আহত বলে খবর।