জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের উদ্বোধনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য



জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের উদ্বোধনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য



বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার উদ্যোগে ছোটশাকদল গ্রামে বানিয়াদহ নদীর পাশে শুরু হল স্পেশাল ক্যাম্প। এই ক্যাম্পের উদ্বোধন করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর সহকারী সচিব (প্রশাসন) শ্রী রাজু দাস, কোচবিহার জেলা জাতীয় সেবা প্রকল্পের নোডাল অফিসার নবিউল ইসলাম, বুড়িরহাট ২ নং অঞ্চলের প্রধান, বুড়িরহাট ২ নং অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী দীপক বর্মন , বিপ্লব দত্ত, গৌতম বর্মন, বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শ্রী দেবাশিস দেব ।

জাতীয় সেবা প্রকল্প শাখার ছাত্রীরা বৈরাতী নৃত্যের মধ্যদিয়ে অতিথীদের বরণ করে নেন, এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শ্রী দেবাশিস দেব অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্প স্তবক এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন। সমাজসেবী দীপক বর্মন জাতীয় সেবা প্রকল্প শাখার পক্ষ থেকে বিশেষ অতিথিদের হাতে স্মৃতি উপহার তুলে দেন।

জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের উদ্বোধনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সেবা প্রকল্পের পতাকা উত্তলোন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর দত্তক গ্রামের বাসিন্দা এবং উপস্থিত সকলে জাতীয় সঙ্গীতে অংশগ্রহন করেন।

এদিন উপস্থিত অতিথিরা দত্তক গ্রামে নিমগাছ রোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন। জাতীয় সেবা প্রকল্প শাখার স্বচ্ছাসেবকরা জাতীয় সেবা প্রকল্পের থিম সঙের উপর একটি নৃত্য পরিবেশন করেন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তার বক্তব্যের মধ্যদিয়ে জাতীয় সেবা প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য বিষয়ে বক্তব্য রাখেন।

জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের উদ্বোধনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিক্ষক সম্রাট দাস জানান, 'এবারের জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের থিম 'ট্রান্সফর্মিং ভিলেজ, এনরিচিং লাইভস', তাই গ্রামীনজীবনকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেটাই আমাদের লক্ষ্য। আগামী ১৮ তারিখ পর্যন্ত ছোটশাকদল গ্রামের বাসিন্দাদের নদী রক্ষা থেকে নেশা মুক্ত সমাজ সহ বিভিন্ন বিষয়ে অবগত করা হবে।'