চাকরি বাতিলের জের! প্রশাসনিক ‘সারপ্লাস ট্রান্সফার’ বাতিল!
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে আর এর প্রভাব যে শিক্ষা ব্যবস্থায় পড়বে তা স্বাভাবিক। এবার প্রশাসনিক ‘সারপ্লাস ট্রান্সফার'-এও পড়লো এর প্রভাব। ‘সারপ্লাস ট্রান্সফার’-এর আওতাধীন বদলি প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার।
ছাত্র-শিক্ষকের সংখ্যার অনুপাত সঠিক রাখতে ২০২৩ সালে রাজ্য সরকারের তরফে এই বিশেষ ‘সারপ্লাস ট্রান্সফার’-এর প্রক্রিয়া চালু করা হয়। সেই প্রক্রিয়ার নির্দেশিকাই প্রত্যাহার করে নিয়েছে স্কুল শিক্ষা দফতর। এই প্রক্রিয়ায় যাঁদের বদলি করা হয়েছিল, তাঁদের পুরনো কর্মস্থলেই ফেরানো হবে।
উচ্চপ্রাথমিকে ৪৮৯ জন এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে ৪৯০ জন জনের সারপ্লাস বদলির নির্দেশ জারি করা হয়েছিল। ইতিমধ্যেই এদের মধ্যে ৬০৫ জনের বদলি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আবার এদের মধ্যে ‘মেডিক্যালি আনফিট’ বিভাগে বদলি করা হয় ১২০ জনকে। অভিযোগ, এই ১২০ জন বদলির বিষয়ে কিছুই জানতেন না। পরবর্তীকালে তাই এই বিভাগের বদলি বাতিল করা হয়। বদলি নিয়ে বিভ্রান্তি এবং হয়রানির অভিযোগো উঠেছে। সূত্রে খবর, প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির বাতিলের পর শিক্ষকদের নিয়ে নতুন করে কোনও আইনি জটিলতা চাইছে না সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊