কোচবিহার রাজবাড়ি নিয়ে কুমন্তব্য করা যুবকের ছবিতে জুতোর মালা দিয়ে প্রতিবাদ রাজবাড়ির সামনে

Rajbari


রাজবাড়ীর সিংহ দুয়ারে কোচবিহার মহারাজাদের নিয়ে কুরুচিকর মন্তব্যে যুবকের ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ। রাজার শহরে রাজবাড়ীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ভিডিও বানালো এক অচেনা যুবক । ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে তোলপাড় সমগ্র মহল । বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মী ও শহরকে ভালোবাসা মানুষেরা এই কুমন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে । এই ঘটনার পরেই আজ কোচবিহার রাজবাড়ির সামনে দেখা গেল প্রতিবাদ। ওই যুবকের ছবিতে জুতোর মালা পড়িয়ে প্রতিবাদ দেখা গেল।