বিরল প্রজাতির প্যাচা উদ্ধার

Owl rescue


বিরল প্রজাতির প্যাচা উদ্ধার করলো বানেশ্বর হাতিডোবা গ্রামের বাসিন্দারা। জানা যায় প্যাঁচাটি বার্ন আউল। বাংলায় এটি শস্যাগার প্যাঁচা নামেই পরিচিত। প্যাঁচাটি টাইটো পরিবারের ও আলাবা প্রজাতির অন্তর্ভুক্ত। 


স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায় এদিন সকালে গ্রামের একটি দেবদারু গাছে চিৎকার শুনে তারা জড় হন। দেখতে পান অনেকগুলি কাক মিলে প্যাঁচাটিকে ঠুকরে ঠুকরে মারার চেষ্টা করছে। প্যাঁচাটি ব্যাথায় চিৎকার করতে করতে পাশের একটি পুকুর ধারে উড়ে গিয়ে পড়ে। তারপর কৃষ্ণ কার্য্যি নামে এক ব্যক্তি প্যাঁচাটিকে উদ্ধার করে এলাকার দীপালি রায় নামে এক পশু প্রেমী মহিলার হাতে তুলে দেন। 


দেখা যায় প্যাঁচাটি গুরুতর ভাবে আহত হয়েছে। কাক ঠুকরে প্যাঁচাটির পিঠ ক্ষত বিক্ষত করে দিয়েছে। মহিলা ওই প্যাঁচাটির গায়ে তেল হলুদ মাখিয়ে শুশ্রূষা করে বন দপ্তরে খবর দেন। জানা যায় বন দপ্তরের কর্মীরা বিকেলে এসে পাখিটি নিয়ে যাবে বলে জানিয়েছে।