উচ্চমাধ্যমিক পরীক্ষায় যাওয়ার পথে উল্টে গেল টোটো, গুরুতর আহত এক ছাত্রী

Sitai news


সিতাই

আদাবাড়ি ঘাটে টোটো উল্টে আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার ছিল উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা আর প্রথম পরীক্ষা দিতে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পরীক্ষার্থী। এদিন সকাল আনুমানিক ৯:৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী টোটো করে সিতাই উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় আদাবাড়ি ঘাট এলাকায় টোটোটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তায় উল্টে দেয়।

এই দুর্ঘটনায় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে শাবানা খাতুন নামে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। অপরজন হালকা আহত হয়। প্রথমে আহত দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

সাবানা খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা কোচবিহারে রেফার করে। অপরজন হালকা আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে সে সিতাই উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যায়।

জানা যায় আহত সাবানা খাতুনের বাড়ি লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারোমাসিয়া এলাকায়। সে এখন কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে।