উচ্চমাধ্যমিক পরীক্ষার ভ্যেনুর সামনে দুই রাজনৈতিক দলের সং*ঘ*র্ষ কোচবিহারে!

Coochbehar


বড় খবর! উচ্চ মাধ্যমিক চলাকালীন দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ কোচবিহারে। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই গণ্ডগোল বাঁধলো কোচবিহার শহরে। অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তৃনমূল ছাত্র পরিষদের হামলায় আক্রান্ত হয় AIDSO। AIDSO দুই কর্মী এই হামলায় আহত হয় এবং AIDSO এর কোচবিহার জেলা সম্পাদক'কে পুলিশ আটক করেছে ।

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে কোচবিহার জেংকিং স্কুলের সামনে শুভেচ্ছা বিনিময় করার সময় তৃনমূল ছাত্র পরিষদের সাথে সংঘর্ষ বাঁধে AIDSO ছাত্র সংগঠনের। সংঘর্ষের খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল ।

তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সায়নদীপ গোস্বামী বলেন , AIDSO এর কর্মীরা উচ্চ মাধ্যমিক চলাকালীন ছাত্রদের মন বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছিল । তৃনমূল ছাত্র পরিষদের কেউ এই কর্মকান্ডের সাথে জড়িত নয় ।