Latest News

6/recent/ticker-posts

Ad Code

বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮ টি হাতি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা বন দফতরের

বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮ টি হাতি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা বন দফতরের

Elephant


আজ থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি তাড়া করছিল অন্য এক আতঙ্ক। কারন বাঁকুড়ার বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮ টি হাতি। জঙ্গলপথে হাতির হানা এড়িয়ে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দফতর। বনাঞ্চলের রাস্তায় নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে বন কর্মী, পুলিশকে।




বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাবয়া, ডাকাইসিনি, কালপাইনি, খাঁড়ারি, ফুলবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের অবস্থান জঙ্গলের মধ্যে। এই গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র গদারডিহি, বেলিয়াতোড় ও ছান্দার এলাকায়। গ্রাম থেকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের পথ পুরোপুরি জঙ্গলের মাঝখান দিয়ে। যে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮ টি হাতি। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একদিকে জীবনের অন্যতম বড় পরীক্ষার টেনশান আর অন্যদিকে হাতির মুখে পড়ার আশঙ্কায় কার্যত কাঁটা হয়েছিল পরীক্ষার্থীরা। 



তবে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বন দফতর, পুলিশ ও প্রশাসন। জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য একদিকে যেমন গাড়ি দেওয়া হয়েছে তেমনই প্রতিটি জঙ্গলপথে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বন কর্মীদের। জঙ্গলপথগুলিতে লাগাতার নজরদারি চালাচ্ছেন বন কর্মী ও পুলিশ। আর এতেই হাতির আতঙ্ক কিছুটা হলেও কেটেছে পরীক্ষার্থীদের। অনেকটা নিশ্চিন্ত অভিভাবকেরাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code