শ্রেয়স-শাশঙ্কদের দাপট, ১১ রানে গুজরাটকে হারালো পাঞ্জাব
ঘরের মাঠে হার দিয়ে এই মরসুম শুরু করলো গিলরা। পাঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে লড়াই করেও হারলো গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান করে পঞ্জাব। জবাবে গুজরাতের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২৩২ রানে। পঞ্জাব জিতল ১১ রানে।
নতুন দল পঞ্জাব কিংসে যোগ দিয়ে ব্যাট হাতে ৯৭ রানের ইনিংস সাজালেন শ্রেয়স আর ওপেনার প্রিয়াংশ আর্যের ৪৭ রানের ইনিংসে ভর করেই ২৪৩ রান তোলে পাঞ্জাব। ৫টি চার এবং ৯টি ছক্কায় সাজানো শ্রেয়সের ইনিংস। ৯৭ রান করতে ৪২ বল খরচ করেন তিনি। ওপেনার প্রিয়াংশ ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন ৭টি চার এবং ২টি ছয়ের সাহায্যে। অন্য ওপেনার প্রভশিমরন সিংহ (৫), আজমতুল্লা ওমরজ়াই (১৬), গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), মার্কাস স্টোইনিস (২০) কেউই দলকে ভরসা দিতে পারলেন না তখন সাত নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাট করলেন শ্রেয়স। ৬টি চার এবং ২টি ছয়ে ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেললেন শশাঙ্ক। গুজরাতের হয়ে সাঁই ৩টি, রশিদ ১টি এবং রাবাডা ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৪ বলে ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৩৩ রান করেন গিল। ৪১ বলে ৭৪ রান করতে ৫টি চার এবং ৬টি ছক্কা মারলেন সুদর্শন। বাটলার করলেন ৩৩ বলে ৫৪ রান। ৪টি টার এবং ২টি ছয় মারেন তিনি। রাদারফোর্ড করলেন ২৮ বলে ৪৬ রান। মারলেন ৪টি চার এবং ৩টি ছক্কা। শেষে অপরাজিত থাকলেন শাহরুখ খান (৬) এবং আর্শাদ (১)। রান পেলেন না রাহুল। আরশদীপ ৩৬ রানে ২ উইকেট নিলেন। জানসেন ৪৪ রানে ১ উইকেট নিলেন। ২৬ রানে ১ উইকেট ম্যাক্সওয়েল। বৈশাখ ৩ ওভারে ২৮ রান দিলেন। ১১ রানে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊