শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ১ যুবক

terrible accident on his way back from his in-laws' house.



শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো নাঈম হোসেন নামে এক যুবক । তার বয়স ২৫। ঘটনাটি ঘটেছে চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকায়।

জানাযায় মঙ্গলবার বিকেলে ৫.৩০ মিনিট নাগাদ নাঈম হোসেন চৌধুরীহাটে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি কুর্শাহাটের দিকে আসার সময় একটি টোটোকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথেই নাঈম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ও নাঈমকে উদ্ধার করে বামন হাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নাঈমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা নাঈমকে উন্নত চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে রেফার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায় যে নাঈম টোটোটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে যা দৃশ্যত খুবই ভয়ানক ছিলো।