Latest News

6/recent/ticker-posts

Ad Code

KKR: নয়া অধিনায়কের নাম ঘোষনা করলো কলকাতা নাইট রাইডার্স

KKR: নয়া অধিনায়কের নাম ঘোষনা করলো কলকাতা নাইট রাইডার্স

KKR


২২ মার্চ থেকে শুরু আইপিএল। তার ১৯ দিন আগে অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। গতবছর কলকাতা নাইটের অধিনায়কের দায়িত্ব সামলেছেন শ্রেয়স আইয়ার। তবে এবার আর শ্রেয়সকে ধরে রাখেনি কলকাতা। তাই নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা চলছিল ভক্তদের মধ্যে। তবে এবার নাম ঘোষনা করে চমকে দিল কলকাতা। এই মরশুমে কলকাতা নাইটের অধিনায়কের দায়িত্ব পেলেন অজিঙ্কা রাহানে।

কেকেআরের অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল। রাসেল থেকে নারিন, ভেঙ্কটেশ থেকে রাহানে একাধিক নাম ঘোরা ফেরা করছিল। শেষমেষ আজ পড়লো সিলমোহর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এ বার আইপিএলেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি বেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব।



সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। একটি ভিডিয়োর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code