কোচবিহারের দুই খুদে এবার জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সে
কিছুদিন আগে অসাধারণ নৃত্যপ্রতিভার মাধ্যমে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত ঘোকসাডাঙা গ্রামের যে দুটি ক্ষুদে রিজু সরকার ও রাজদীপ সরকার সারা দেশ ও বিশ্বব্যাপি নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল। সবার আশির্বাদ ও শুভকামনায় আপনারা এখন তাদের দেখতে পাবেন Zee Bangla চ্যানেলে সম্প্রচারিত Dance Bangla Dance এর মূল পর্বে।
রিজু ও রাজদীপ নিজের দুইভাই এদের বাবা রাসেন্দ্র সরকার পেশায় একজন পরিযায়ী শ্রমিক, মায়ের নাম সুমিত্রা সরকার একজন গৃহবধূ। সংসারে অনেক অভাব অনটনের পরেও তারা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। নাচ নিয়ে অনেক বড়স্বপ্ন দেখেন ওরা। রিজু ও রাজদীপ পড়াশোনাতেও ভীষণ ভালো।
আমরা বরাবরই তাকে নিয়েই মাতামাতি করি যে সফল হয়, কিন্তু সেই সফলতার পিছনে যাদের কৃতিত্ব সেটা উপেক্ষা করি, কিন্তু আজ এটা বলতেই হয় ঘোক্সাডাঙ্গার মত একটা ছোট্ট গ্রামের ABCD DANCE ACADEMY অসম্ভবকে সম্ভব করে দেখালো, দেশের সবথেকে প্রথম ও সবথেকে বড় Dance Reality show - Dance Bangla Dance এ সুযোগ পাওয়ার পেছনে রয়েছে ABCD DANCE ACADEMY র কলা কুশলিদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা।
কয়েক বছর ধরে সারা উত্তরপূর্ব ভারতে অনুষ্ঠিত হওয়া অনেক বড় বড় Dance Competition-এ রিজু, রাজদীপ অনেক খেতাব অর্জন করেছে।
আগামী 8th March থেকে প্রতি শনি ও রবিবার রাত 9:30pm আপনারা এদের দেখতে পাবেন Zee Bangla চ্যানেলে সম্প্রচারিত Dance Bangla Dance এ। যেখানে বিচারকের আসনে থাকছেন Grand Master Mithun Chakraborty এছাড়াও রয়েছে যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊