ব্যাঙ্গালোরে উঁচু বিল্ডিং থেকে পড়ে রহস্যময় মৃত্যু সিতাইয়ের এক যুবকের!

Cooch Behar news



ভিন রাজ্যে পাড়ি দেওয়া এক যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়! বাক্সবন্দী মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়লো গোটা গ্রাম। ঘটনার দিন থেকেই একমাত্র ছেলের মৃত্যুতে অঝোরে কেঁদে চলছে মা ও বাবা।



তবে আত্মহত্যা? না কি অন্য কিছু? রহস্য গভীর এ ঘটনায়। কোচবিহারের সিতাই ব্লকের পূর্ব ভাঁড়ালি গ্রামের সজল বর্মন! জীবন সাজানোর স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল ব্যাঙ্গালোরে। সে সেখানে রাজমিস্ত্রির কাজ করত, কঠোর পরিশ্রম করত ভবিষ্যৎ গড়তে। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাক্সবন্দী হয়ে বাড়িতে এলো তার মৃতদেহ।



ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেল পাঁচটা নাগাদ ব্যাঙ্গালোরের একটি নির্মাণাধীন বিল্ডিং এর ৬-তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বয়স ২৬'এর সজল বর্মন। ব্যাঙ্গালোরে সজলের সঙ্গে ছিলেন তার জামাইবাবু তপন বর্মন! তিনি জানান, বেশ কিছুদিন ধরে সজল বর্মন মানসিক অবসাদে ভুগছিল, ঠিকমতো খাওয়া-দাওয়া ঘুম কিছুই করতো না। দুর্ঘটনার দিন কাজ করার সময় সে মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিলো আর অসাবধানতার কারণে বিল্ডিং থেকে পড়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।



মৃত সজল বর্মনের বাড়ি সিতাইয়ের পূর্ব ভাড়ালি গ্রামে! মা, বাবা ও তার ঠাকুরদা সহ চার সদস্যের পরিবার ছিল। এবং তার এক দিদি রয়েছে সে বিবাহিত। সজল দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সংসারের অভাবের তাড়নায় দীর্ঘ ৩/৪ বছর ধরে ভিন রাজ্যে কাজ করেন ছমাস-একবছর পরে বাড়িও আসতেন




অন্যদিকে সজল বর্মনের এই মৃত্যুকে ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে উঠে আসে নানা কথা। তাদের অভিযোগ প্রেমের ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সজল বর্মন। সম্পর্ক বিচ্ছেদের কারণে সে মানসিক চাপে পড়ে যায় আর তার ফলেই এই ঘটনা ঘটে।




পরিবার সূত্রে জানা যায়- দেড় বছর আগে পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সজলের, এরপর সম্পর্কের কথা জানাজানি হলে

গত কয়েক মাস আগে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয় দুজনের এবং দুই পরিবারের মধ্যে যাওয়া আসাও হত। বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পর সজল ব্যাঙ্গালোরে কাজ করতে যায় এবং অন্যদিকে সেই মেয়ে আবার অন্য আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়, এবং দেড় মাস আগে তারা পালিয়ে বিয়ে করে নেয়। এমনটাই জানায় সজলের পরিবার।




তবে কি প্রেম ব্যর্থতার কারণেই সজল বর্মনের এই পরিণীতি নাকি অন্য কিছু? এই খবর লেখা পর্যন্ত তার মৃত্যুর আসল কারণ জানা যায়নি।