বিরল ঘটনা! কপালে চোখ নিয়ে জন্ম নিল ছাগল ছানা!
আমরা তো জানি ছাগলের চোখ দুটি দুদিকে। কিন্তু এবার শোরগোল করা কাণ্ড। ছোট্ট ছাগল ছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে! বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রান্তি ব্লকে। এই খবর ছড়িয়ে পড়তেই অবাক সকলেই।
অবাক করা দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা। ছোট্ট ছাগলছানা কপালে তার দুটো চোখ এবং জিভটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল। আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখতে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্বধলাবাড়ির বাসিন্দা ফুজলুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটি একেবারেই ভিন্নরকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা। এরকম ছাগলছানার জন্ম নেওয়ার ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে।
প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান এর আগে কোনদিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি এবার এই প্রথমবার দেখছি যে ছাগলছানাটির কপালে দুটো চোখ রয়েছে এখনো ছাগলছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊