Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছোটো ছোটো শিশুদের নিয়ে গাঁজা সেবন, প্রতিবাদ করে আক্রান্ত থাকতে হল লকাপেও!

ছোটো ছোটো শিশুদের নিয়ে গাঁজা সেবন, প্রতিবাদ করে আক্রান্ত থাকতে হল লকাপেও! 


Burdwan news



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বাড়ির পাশে ছোটো ছোটো শিশুদের নিয়ে গাঁজা খাওয়ার প্রতিবাদ করাতে প্রতিবেশীর হাতে মার খেয়ে আক্রান্ত হলেন দম্পতি। থানায় অভিযোগ জানাতে গেলে রক্তাক্ত অবস্থায় সারারাত লকাপে আটকে রাখার অভিযোগ উঠে গলসি থানার বিরুদ্ধে। প্রতিকার পেতে অবশেষে সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হলেন দম্পতি।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায়।



আক্রান্ত দম্পতি বলেন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশে খামারে ছোটো ছোটো ছেলেদের নিয়ে গাঁজা খান রহমত আলী নামে এক বয়স্ক ব্যক্তি।এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই বৃদ্ধ সহ তার ছেলেরা তেরে আসে। নোংরা ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করতে গেলে বাঁশ,লাঠি দিয়ে মারধর করে।



তাদের মারের আঘাতে শরিরের একাধিক জায়গায় কেটে যায়। রক্তক্ষরণ হতে থাকে। প্রতিকার পেতে গোলসি থানার দারস্ত হলে মিথ্যা অভিযোগ দিয়ে সারারাত লকআপে আটকে রাখে বলে জানান ওই দম্পতি। এরপর এই ঘটনার প্রতিকার পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code