Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম আইহোতে মৈত্রীকাপ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম আইহোতে মৈত্রীকাপ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 

Maitri cup


মালদা

ইংরেজবাজার শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম আইহো।মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে শুরু হলো মৈত্রীকাপ ডে নাইট ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) বাণীব্রত দাস ও জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মন্ডল।



এছাড়াও উপস্থিত ছিলেন আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারমিতা পাল,অমর দাস,শ্যামাচরণ ভূতি,প্রবাল মুখার্জি প্রমূখ।এই ডে নাইট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক আইহো স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটি।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও বিহার ঝাড়খণ্ড মিলিয়ে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। চলবে চার দিন ধরে। 


সংগঠনের সম্পাদক মানস কুমার দাস জানান, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে প্রতিবছর আমরা মৈত্রী কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি।১৬ টি দল অংশগ্রহণ করেছে।এই প্রতিযোগিতাকে ঘিরে আইহো অঞ্চলে চারদিন উৎসবের মেজাজ দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code