দিনহাটা সংহতি ময়দানে নতুন গ্যালারির কাজের সূচনা হলো, ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস

দিনহাটা সংহতি ময়দানে নতুন গ্যালারির কাজের সূচনা হলো, ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস


ক্রীড়াপ্রেমীদের জন্য বড় সুখবর! দিনহাটা সংহতি ময়দানে নবনির্মিত গ্যালারির আনুষ্ঠানিক সূচনা হলো। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গ্যালারির কাজের সূচনা করেন।

১২০০ আসন বিশিষ্ট এই গ্যালারির ফলে সংহতি ময়দান এখন আরও বৃহৎ আকারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম আয়োজনের উপযোগী হয়ে উঠল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

মন্ত্রী উদয়ন গুহ তাঁর বক্তব্যে বলেন, "এই গ্যালারির ফলে দিনহাটা ও সংলগ্ন এলাকার ক্রীড়াপ্রেমীরা উন্নত সুযোগ-সুবিধা পাবেন। সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সবসময়ই সচেষ্ট।" তিনি আরও জানান, ভবিষ্যতে সংহতি ময়দানে আরও পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই নতুন গ্যালারির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। দিনহাটার এক স্থানীয় বাসিন্দা বলেন, "আগে মাঠে বসার তেমন ভালো ব্যবস্থা ছিল না, এখন সুন্দর ও আরামদায়ক গ্যালারি হওয়ায় আমরা আরও স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারব।"

এই নতুন গ্যালারির ফলে দিনহাটার ক্রীড়া জগতে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।