আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে


দিনহাটা:

কিশোর বাহিনী,ভারতীয় গননাট্য সংঘ,ছাত্র - শিক্ষক - অভিভাবক ঐক্য মঞ্চ দিনহাটার পক্ষ থেকে আজ ২১শে ফেব্রুয়ারী -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে।

এদিন হাসপাতাল মোড় সংলগ্ন পি.ডব্লি.ডি অফিসের সামনে থেকে সকাল আটটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা পাঁচমাথা মোড়ে এসে পৌঁছায় তারপর সেখানে শহীদ বেদীতে ভাষা শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

শোভাযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে সংগঠন গুলির সদস্য কিশোর - কিশোরীরা সহ সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরে এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে আবৃত্তি, গান পরিবেশন এর পাশাপাশি উপস্থিত বিশিষ্টজনেরা এই দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করে ভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা শিক্ষক অভিভাবক ঐক্য মঞ্চের আহ্বায়ক পল্লব দেব,কিশোর বাহিনীর পক্ষে ইনসাফ উদ্দিন আহমেদ,ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে প্রলয় ভট্টাচার্য,কৃষ্ণা ব্রজবাসী,বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার,বিশিষ্ট শিক্ষক বিধান দেবনাথ,শুভেন্দু দাস সহ সাধারণ ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা।