রবিবার শিলিগুড়িতে সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা

Road from Sevak More to Air View More in Siliguri will be closed on Sunday



শিলিগুড়ি : রবিবার শিলিগুড়িতে এই প্রথম আয়োজিত হতে চলেছে তেরাই হিমালিয়ান ফেস্টিভাল। এই প্রথম দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে এই ফেস্টিভেল অনুষ্ঠিত হতে চলেছে।

ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে এই ফেস্টিভ্যালের বিষয়ে জানিয়েছেন জেলা প্রশাসন। পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হোডিং, ফেস্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর। চলছে জোর কদমে প্রচার ও প্রস্তুতি।

আর এই ফেস্টিভাল নিয়েই শুক্রবার রুট ম্যাপ ঘোষণা করে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এদিন ডিসিপি ট্রাফিক বিশ্ব চাঁদ ঠাকুর এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আগামী রবিবার অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারির তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল চলাকালীন শহরের কোন কোন রাস্তা খোলা থাকবে এবং কোন কোন রাস্তা বন্ধ থাকবে তা জানিয়ে দেন।

মূলত জানা যায় এই অনুষ্ঠান বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে শিলিগুড়ির সেবক মোড় থেকে ইয়ার ভিউ মোর পর্যন্ত। যেহেতু এই সড়কটি শিলিগুড়ির অন্যতম এক ব্যস্ততম শহর, সে কারণে ট্রাফিক ব্যবস্থায় থাকছে বাড়তি নজর। তাই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয় যে রবিবার শিলিগুড়িতে সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। তবে জরুরি কালিন কিছু রাস্তা খোলা থাকবে যা সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানান ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর।