অবৈধ বাংলাদেশি সহ মোট তিন জনাকে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ
সঞ্জিত কুড়ি, বর্ধমান সদর :
ভিসা, পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র না থাকায় রাজু আহমেদ নামে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পাশাপাশি ভারতে অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করায় সুদীপ কুমার দাস (ওরফে বাপন) এবং অবৈধ পরিচয় জেনেও তাকে আশ্রয় দেওয়ার অপরাধে শেখ মাজেদ রহমানকেও গ্রেফতার করে পুলিশ।
এদের প্রত্যেকের নামে ফরেনারস অ্যাক্ট ১৪এ/১৪সি এবং বি.এন.এস ২৪৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।তিন অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার কামালদিগরা এলাকার কুরসাপুর অঞ্চলে ৩২ বছরের যুবক রাজু আহমেদ প্রায় দিন কয়েক ধরে বর্ধমানের মালিরবাগান এলাকার বাসিন্দা শেখ মাজেদ রহমান এর বাড়িতে বসবাস করে। তার কাছে ভারতে বসবাস করার মতো কোন বৈধ অনুমতি কাগজপত্র নেই।
বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার কামালদিগরা এলাকার কুরসাপুর অঞ্চলে রাজু আহমেদকে
ভারতে অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চাঁদপাড়া এলাকার বাসিন্দা সুদীপ কুমার দাস (বাপন)(৩৭)।
পুলিশ সূত্রে আরো জানা গেছে ধৃত সুদীপ কুমার দাস বাংলাদেশি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগযোগ রাখতো এবং নিজেও এজেন্ট হিসেবে কাজ করতো। অন্যদিকে শেখ মাজেদ রহমান এই সমস্ত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে আশ্রয় দিত।পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে এই কারবারের সাথে আর কে কে যুক্ত আছে সেবিষয়ে তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊