বর্ধমানে শিল্প সেতু তৈরীর আগেই ভাঙা হচ্ছে দোকানঘর, অসহায় ব্যবসায়ীরা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
বর্ধমানে কৃষক সেতুর পাশেই তৈরি হবে শিল্প সেতু।আর সেই এই শিল্প সেতু তৈরির আগেই সদরঘাট কৃষক সেতুর পাশে পোলেমপুর এলাকায় পি ডব্লু ডির জায়গায় উপর বসবাসকারী ব্যবসায়ী ও পরিবারদের নোটিশ ধরান পি ডব্লু ডি।আর এই পি ডব্লু ডির নোটিশের জেরেই নিজেদের বাড়ি ঘর ও দোকান পাট ভাঙতে শুরু করেন ব্যবসায়ীরা।তবে দোকান ঘর ভেঙে অসহায় হয়ে পরবেন বলে জানান ব্যবসায়ীরা। পোলেমপুর এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দাদের আবেদন সংসার চালানোর জন্য কোথাও যদি ব্যবসা করার মতো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তাদের উপকার হবে।
১৯৭৭ সালে বর্ধমান সদর ও দক্ষিণ দামোদরের সাথে সংযোগ বাড়ানোর জন্য বর্ধমানের সদরঘাটে দামোদের উপরে তৈরি করা হয়েছিলো এই কৃষক সেতুটি। দির্ঘ দিন হওয়ার কারনে ক্রমশ বেহাল অবস্থা হয়ে পড়ে সেতুটি।২০২৫ র রাজ্য বাজেটে বর্ধমানের কৃষক সেতুর পাশে চার লেনের শিল্প সেতু তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য।
৬৪০ মিটার দীর্ঘ এই সেতুর জন্য খরচ হবে ৩৪৮ কোটি টাকা।আর এই সেতু তৈরির জন্য সদর ঘাট পোলেমপুরে ৫০ বছরের পুরোনো বাজার ভাঙ্গার নোটিশ জারি করেন পি ডব্লু ডি।পি ডব্লু ডির নোটিশের জেরেই নিজেদের দোকান ঘর ও বাড়ি ভাঙ্গতে শুরু করেন ব্যবসায়ীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊