আরজি কর-কাণ্ডে সঞ্জয়ের ফাঁসির আবেদনে রাজ্যের আর্জি খারিজ, CBI-র আবেদন গ্রহনযোগ্য জানাল আদালত 


Highcourt

শুক্রবার আদালত জানিয়েছে, সিবিআই আরজি কর-কাণ্ডের তদন্ত করছে। তাই তাদের আবেদনই এ ক্ষেত্রে গ্রহণযোগ্য। রাজ্য সরকার যে আবেদনটি করেছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ তারা এই মামলার সঙ্গে যুক্তই নয়। উভয়ের আবেদন এক হলেও তাই রাজ্যের মামলা খারিজ করে দেওয়া হল। 



আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। এরপর এই মামলায় ফাঁসি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য। এরপর সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গেল সিবিআই। শুক্রবার হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছে। উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের মামলা ওঠে। 


ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) তিনটি ধারাতেই সঞ্জয়ের অপরাধ প্রমাণিত হয়। তবে আদালত বিষয়টি বিরলের মধ্যে বিরলতম মনে করছেন না বলেই আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান। সঞ্জয়ের ফাঁসি চেয়ে এরপরেই আদালতে যায় রাজ্য। যদিও রাজ্যের ফাঁসির আবেদন নিয়েও হাই কোর্টে প্রশ্ন তুলেছে সিবিআই।