'সন্ন্যাসী রাজা' দেওয়ান সাহেবের ঊরুশ মেলা রাজনগরে
গল্প মনে হলেও সত্যি। সুদূর পারস্য থেকে বীরভূমের তদানীন্তন রাজধানী রাজনগরে এসেছিলেন বিদগ্ধ সুফি সাধক সাইফুল হক্। তাঁর প্রতি আকৃষ্ট হয়ে রাজকার্য ছেড়ে ঈশ্বর সাধনায় ব্রতী হলেন রাজনগরের পাঠান বংশীয় রাজা খাজা আসাদুল্লাহ খান। সময়কাল ১৬৯৭ খ্রিস্টাব্দ থেকে ১৭১৮ খ্রিস্টাব্দ। মাত্র ২১ বছর ১ মাস ২০ দিন রাজত্ব করার পর রাজনগর ফুলবাগানের ডাঙায় অহর্নিশ চললো তাঁর ব্যাগ্র ব্যাকুলতায় পুরোপুরি ঈশ্বর সাধনার কাজ।
প্রতি বছরর মতো এবারও বাংলা ২৩ শে মাঘ রাজনগর ফুলবাগানের ডাঙায় তাঁর পবিত্র মাজারে অনুষ্ঠিত হলো পবিত্র ঊরুস উৎসব। এদিন সকালে রাজনগর রাজবাড়ি থেকে রাজপরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত চাদর মাথায় করে পায়ে হেঁটে বয়ে নিয়ে এসে প্রথম চড়ান মাজারে। চলে ধর্মীয় প্রার্থনা। সেই সঙ্গে একদিনের এক গ্রামীণ মেলাও বসে এখানে। স্থানটি বতর্মানে ” দেওয়ান সাহেবের মাজার” নামে পরিচিত।
হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সব বিভেদ ভুলে আসেন রাজনগরের এই “সন্ন্যাসী রাজা” দেওয়ান সাহেবের পবিত্র মাজারে একটু শান্তির খোঁজে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊