চপ-মুড়ি-ঘুঘনির স্টল, অভিনব প্রতিবাদ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

TET qualified


২০২২ টেট উত্তীর্নরা বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে। বইমেলা প্রাঙ্গণের অনতিদূরে ইন্দিরা ভবনের পাশে বেকার মেলার আয়োজক ২০২২ এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।



হাইকোর্টের অনুমতি নিয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৫:০০ টা অবধি থাকে এই অবস্থান-বিক্ষোভ। চপ শিল্প ঝাল মুড়ি ঘুগনি মুড়ি সমস্ত কিছুই এই অবস্থান বিক্ষোভ মঞ্চ, এবং বিক্রয়ও করা হয় অবস্থান মঞ্চ থেকে অবিলম্বে প্রাথমিকে বিদ্যালয়ে ৫০ হাজার শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভ।



প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন।



অভিযোগ, ২০২২ সালের টেট উত্তীর্ণদের এখনও চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়নি। এদিকে প্রাথমিকে বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। ওই শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতেই এদিন অভিনব বিক্ষোভ।