বেনজির, পশ্চিমবঙ্গের বিধানসভায় ভাষন দিতে ইচ্ছা প্রকাশ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের


Jagadeep Dhankar


বেনজির ভাবে রাজ্য বিধানসভায় ভাষন দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সরকারের লেখা ভাষণ পড়তে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ইতিমধ্যে সেই ইচ্ছার কথা জানিয়ে রাজ্য বিধানসভায় স্পিকারকে কাছে দূত পাঠালেন উপরাষ্ট্রপতি।



জানা যাচ্ছে ইতিমধ্যে বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষন নিয়ে বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা দিয়েছেন স্পিকার। বাজেট অধিবেশন মিটলেই তার দিনক্ষণ ঠিক করা হবে। তবে উপরাষ্ট্রপতির এমন ইচ্ছা নিয়ে জল্পনা শুরু হয়েছে।



পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ শিরোনামে থেকেছে। রাজ্য - রাজ্যপাল সংঘাত ছিল অব্যাহত। গত সপ্তাহে উপরাষ্ট্রপতির বিশেষ সচিব সুনীল গুপ্তা স্পিকারের সঙ্গে দেখা করে ধনখড়ের পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সরকারের লেখা ভাষণ পড়ার ইচ্ছার কথা জানিয়েছেন বলে খবর।



বিমানবাবু জানিয়েছেন, এখন সংসদেও বাজেট অধিবেশন চলছে। ফলে এই অধিবেশনে উপরাষ্ট্রপতির আসার সুযোগ নেই। বাজেট অধিবেশন শেষ হলে বিশেষ অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশনে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি।



উপরাষ্ট্রপতির এহেন সাধ সম্পর্কে মুখ খোলেনি বিজেপি। সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের সঙ্গে দড়ি টানাটানি শেষ করে রাজ্য সরকারের লেখা ভাষণই পাঠ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোসের পর ধনখড়ও সমঝোতার কথা ভাবলেন ধনকড়?