মুক্তাইচন্ডী আনন্দ মেলার শুভ উদ্বোধন

মুক্তাইচন্ডী আনন্দ মেলার শুভ উদ্বোধন


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :

৬১তম বর্ষ মুক্তাইচন্ডী আনন্দ মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হল মঙ্গলবার দিন। মেলার উদ্বোধনের আগে মুক্তাইচন্ডী সাদর দার থেকে নাম সংকৃতন করে মা মুক্তাই চন্ডী প্রাঙ্গন পর্যন্ত আসে।যেখানে সামডি ও বোলকুন্ডা সহ বহু গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন। এরপর উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে ১০দিন ব্যাপী মেলার শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বেবী মণ্ডল, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরো অনেকে।

এছাড়াও ছিলেন এই মেলার কমিটির সভাপতি দীপক মাহাতা, সম্পাদক প্রশান্ত গোপাল ভান্ডারী,সহ সম্পাদক গৌরাঙ্গ তেওয়ারী,কোষাধক্ষ্য তাপস উকিল সহ আরো অনেকে।

এদিন মেলার কমিটির সভাপতি দীপক মাহাতা জানান ঐতিহ্য ও মহা মিলনের মেলাকে টিকিয়ে রাখাই এই বাংলায় আজকের দিনে সব চেয়ে বেশি জরুরি। এই মেলা দশ দিন ধরে চলবে একই সাথে এখানে ভজন,নাম কীর্তন,কবিগান,বাউল, লোকগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।