Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে সড়ানো হলো বড় শাকদল আর আর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা মৃতপ্রায় ষাঁড়টি

অবশেষে সড়ানো হলো বড় শাকদল আর আর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা মৃতপ্রায় ষাঁড়টি 

Dinhata news



অবশেষে সড়ানো হলো বড় শাকদল আর আর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা মৃতপ্রায় স্কুলের মাঠে পড়ে ছিল মৃতপ্রায় একটি ষাঁড়। সেই খবর তুলে ধরেছিলাম আমরা। এবার শেষমেষ নেওয়া হলো পদক্ষেপ। কয়েকদিন ধরে এলাকার চারিদিকে ছুটতে থাকে ষাঁড় । এরপর বৃহস্পতিবার প্রায় অচৈতন্য হয়ে পড়ে ষাঁড়টি। 



স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কীর্তন ছিল আর সে সময় ষাঁড়টি ছোটাছুটি করছিলো চারিদিকে। স্থানীয়রা ষাঁড়টি কে পাগলা ষাঁড় মনে করে। ফলে ষাঁড়টিকে বড় শাকদল আর আর প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে উপস্থিত লোকজন। স্কুলের ভিতরেই ছোটাছুটি করতে থাকে ষাঁড়টি। ঘটনার খবর প্রশাসনকে জানালেও প্রশসানের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছিল স্থানীয়রা। যদি ষাঁড়টি সেখানেই প্রাণত্যাগ করে তবে যেমন দুর্গন্ধের কারণে যেমন সমস্যা হবে তেমনি স্কুল খোলা সহ নানান সমস্যার মুখোমুখি হতে হবে‌। তারপরেও প্রশাসন কোনো রুপ পদক্ষেপ না নেওয়া ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিল এলাকাবাসী। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান করার দাবিও জানান তাঁরা। এবার অবশেষে হল পদক্ষেপ। ষাঁড়টিকে সড়ানো হলো স্কুল মাঠ থেকে‌। 



জানা যায় আজ সকালে প্রধান-পঞ্চায়েত ও স্কুলের তরফে উদ্যোগ নিয়ে জেসিবি দিয়ে সড়ানো হয় ষাঁড়টি। শেষমেষ জানা যায় ষাঁড়টি প্রাণ ত্যাগ করেছে। সকালে ষাঁড়টি সড়ানোয় খুশি এলাকার লোকজন। খোলে স্কুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code