'উন্নয়ন ও সুপ্রশাসনের জয়'-দিল্লী জয়ের পর মোদী, আপকে খোঁচা শাহের 


Modi


দিল্লীর বিধানসভা নির্বাচনে বিশাল জয় বিজেপির। দীর্ঘ ২৭ বছর পর বিজেপি ফিরলো দিল্লীর মসনদে। দিল্লিতে বিজেপির বিশাল জয়লাভের পর এক্স হ্যান্ডেলে দিল্লী বাসীকে কৃতজ্ঞতা জানালেন নরেন্দ্র মোদী। 'উন্নয়ন ও সুপ্রশাসনের জয়' লিখলেন প্রধানমন্ত্রী।

তিনি লিখলেন, "বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমার সব ভাই-বোনকে অভিবাদন ও অভিনন্দন। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দিল্লির সার্বিক উন্নয়নে চেষ্টার কোনও খামতি রাখব না বলে আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এখানকার মানুষের জীবন আরও উন্নত করব। এর পাশাপাশি এটাও নিশ্চিত করব যে, উন্নত ভারত গঠনে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।"

২৭ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তন বিজেপি। ১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার ক্ষমতায় আসে আপ। তবে ভোটের ময়দানে জয়ী হয়ে যান রাখলে আতিশী। হারলেন কেজরিওয়াল।

এদিন দিল্লীতে বিজেপির জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিতে ছাড়েননি অমিত শাহ। দিল্লির ভোটাররা কেজরিওয়ালের 'শিশমহল' ভেঙে দিয়েছেন বলে আক্রমণ শানান তিনি । পাশাপাশি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী দিল্লির মানুষের হৃদয়ে রয়েছেন।" শাহ লেখেন, "যাঁরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, দিল্লির মানুষ তাঁদের সবক শিখিয়েছেন। এটা তাঁদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যাঁরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন।"