ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন ট্রফির আগে বড় ধাক্কা, বুমরাহ নেই তবে দলে কারা? 

ICC Champions Trophy 2025


চ্যাম্পিয়ন ট্রফির আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। সামনেই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এখনও পুরোপুরি ফিট নন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল বোলার জসপ্রীত বুমরাহ। ফলে চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা হলো না বুমরাহর। পেস বিভাগের ব্রহ্মাস্ত্র জশপ্রীত বুমরাহর পরিবর্তে জায়গা দেওয়া হয়েছে কে কে আরের তরুণ হর্ষিত রানাকে। বাদ পড়েছেন যসওয়াল জায়গা পেলেন বরুণ চক্রবর্তী।



সম্প্রতি আইসিসি ও বিসিসিআইয়ের সেরা ক্রিকেটার হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর না খেলাটা যে ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা, সেটা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি টেস্ট এবং টি-২০ অভিষেক হয়েছে হর্ষিতের। সেই হর্ষিত এবার বুমরাহর স্থলাভিসিক্ত হলেন। রানা ছাড়া পেস আক্রমণে রয়েছেন মহম্মদ শামি এবং অর্শদীপ সিং। ভারতীয় দলে ঢুকিয়ে দেওয়া হল স্পিনার বরুণ চক্রবর্তীকে। অতিরিক্ত হিসাবে রয়েছেন তিন ক্রিকেটার। যশস্বী, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে।



উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। প্রথম উইকেটরক্ষক হিসাবে বিবেচনা করা হচ্ছে রাহুলকে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে দলে আছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ারেরা।



১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, রবীন্দ্র জাডেজা এবং বরুণ চক্রবর্তী।